RushaIslam

Call

কানে ইনফেকশন অথবা আঘাত পাওয়া,  কানে ছত্রাক, ভাইরাসজনিত সংক্রমণ, কানে খইল জমে আটকে থাকা, কানের পর্দায় আঘাত পাওয়া, মধ্যকর্ণের তীব্র প্রদাহ, মধ্যকর্ণে পানি জমা, কানের পেছনের হাড়ের প্রদাহ,এছাড়া অন্য অঙ্গের সমস্যা থেকেও এটি করতে পারে, যেমন দাঁত, মাড়ির সমস্যা, টনসিলের ইনফেকশন, জিহ্বার ক্ষত বা অন্য কোনো অসুখ, মুখগহ্বরের তলায় প্রদাহ,গলবিলের ওপর এডিনয়েড গ্রন্থি বড় হয়ে যাওয়া। চোয়াল সন্ধির প্রদাহ থেকেও ব্যথা হতে পারে। কান খুবি সেনসিটিভ অঙ্গ, তাই সঠিক কারণ নির্ণয় করে চিকিৎসা নেওয়া উচিত, এর জন্য একজন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ