Md Fahim

Call

ডাক্তারের পরামর্শ নিতে পারেন। আপনার ভাইকে জোরে জোরে বাংলা বই বা গল্পের বই পড়তে বলেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি আপনার ভাইকে নিচের পদ্ধতিগুলো অবলম্বন করতে বলবেন। আশাকরি ফল পাবেন। 1. সাধারণত যখন একটা মানুষ তার মনের ভাব প্রকাশ করতে সংকোচ বোধ করে অর্থাৎ কেউ যখন ভয়ে ভয়ে কথা বলে তখন সে তুতলে যায়। তাই আপনার ভাইকে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে বলবেন। ভয় করলে জয় করা যায় না। 2. কথা বলার সময় ধীরে ধীরে কথা বলতে বলবেন। বিশেষ করে যখন কথা বলতে শুরু করবে তখন ধীরে ধীরে কথা বলতে বলবেন। একবার কথা বলতে শুরু করলে নিজের মধ্যে এক প্রকার আত্মবিশ্বাসের সূষ্টি হবে। তখন আর কোনো সমস্যা হবে না। 3. যখন আপনার ভাই এককি থাকবে তখন তাকে এইরকম কয়েকটি বাক্য এক নিঃশ্বাসে যতবার সম্ভব ততবার উচ্চারণ করতে বলবেন। বারবার এভাবে করতে বলবেন। এভাবে প্রতিদিন করতে বলবেন। যেমন: ক. পাখি পাকা পেঁপে খায়। খ. হাঁসের মুখ চ্যাপ্টা, মুরগির মুখ চোক্কা । ইত্যাদি। 4. বেশি বেশি ইংরেজি , বাংলা গল্পের বই জোরে জোরে রিডিং পড়তে বলবেন। 5. কোরআন তিলাওয়াত করতে বলবেন। এতে যেমন মুখের জড়তা যেমন দূর হবে তেমনি চোখের যুতিও বাড়বে।- এটা আমার কথা না ।এটা শরিয়তের কথা। 6. শুধু কিসমিস খেতে বলবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ