আমার কাছে স্লিপ নাম্বার আছে। আমি এই লিঙ্কে গিয়ে সব ঠিকঠাক https://services.nidw.gov.bd/voter_center মত পুরন করেছি। কিন্তু সব তথ্য দিয়ে সাবমিট করার পর এই লেখাটা আসছে SERVICE ERROR !!! Failed to process and verify your request. Please try again later


এইটা কি সাইটের কোন সমস্যা?


শেয়ার করুন বন্ধুর সাথে

এটা সাধারন দের জন্য উন্মুক্ত ছিল। কিন্তু তথ্য নিরাপত্তার জন্য এই সুবিধাটি সাধারনদের জন্য বন্ধ করা হয়েছে। তাই এটা সরাসরি আপনি বের করতে পারবেন না। এই সার্ভারের সহায়তা নিতে হলে আপনাকে উপজেলা নির্বাচন কমিশন অফিসে যাওয়া লাগবে। সেখানে ফর্মের স্লিপ টি দিলে তারা আপনাকে একটা ভোটার আইডির তথ্য প্রিন্ট করে দিবে। এর জন্য কোন চার্জ লাগবেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ