ফারহানা আক্তার শিখা এর দেনমোহরের অর্ধেক উসুল এবং বাকি  অর্ধেক এর পরিবর্তে ১০ শতক জমি দেওয়া হয়।কিন্তু ভুলক্রমে দেনমোহরের দলিলে ফারহানা আক্তার শিখা এর স্থলে সানজিদা আক্তার শিখা লিপিবদ্ধ হয়।সানজিদা আক্তার নিপা হচ্ছে তার আপন ছোট বোন, এমতাবস্থায় ফারহানা আক্তার শিখা কি তার দেনমোহরের জায়গা ভোগ করতে কোন অসুবিধার সম্নুখীন হবে?      
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

অনুগ্রহ করে আপনি ভালো এক জন উকিলের সাথে আলোচনা করুন।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ