শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

আপনি কি পিল খেতে  চাচ্ছেন  বলেন নি  তবে যদি আপনি স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ পিল খান তাহলে তাহলে মাসিকের ১ম/২য় দিন থেকে নিয়মিত ভাবে ২১ টি পিল ২১ দিন খেতে হবে। এই ২১ দিনের মাঝে সহবাস করেন বা না করেন পিল খেতেই হবে নিয়মিত ভাবে। এই পিল গুলো বাদ দিয়ে সেবন করা যাবে না। যদি ইমার্জেন্সি পিল    খান তাহলে    অনিরাপদ সময়ে প্রটেকশন ছাড়া সহবাস করলে নির্দিষ্ট সময়ের মধ্যেই ইমার্জেন্সি পিল সেবন করলে প্রেগন্যান্সি রোধ করা সম্ভব। ৭২ ঘন্টার মেয়াদি ইমার্জেন্সি পিল গুলো, হলো ইমকন-১, নোরিক্স, নরপিল, আইপিল, ইত্যাদি এগুলো সহবাস করার ঠিক সময় হতে ৭২ ঘন্টার মধ্যে একটি পিল সেবন করলে প্রেগন্যান্সি রোধ করা সম্ভব হয়। তবে এই ইমার্জেন্সি পিল গুলোতে পার্শ্বপ্রতিক্রিয়া বিদ্যমান যা শরীরের জন্য ক্ষতিকর। তাই সব ভালো হবে জন্মনিয়ন্ত্রণের জন্য সহবাসে কনডম বা স্বল্পমেয়াদী জন্মবিরতিকরণ পিল গুলো সেবন করান সঠিক নিয়মে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ