Share with your friends
RushaIslam

Call

না,এটির ঘরোয়া চিকিৎসা নেই। সাধারণত রেকটাল পলিপ হচ্ছে ছোট গোটা বা আঙ্গুলের মতো অংশ যা পায়ুপথ বা রেকটামে হয়। এই আঙ্গুলের মতো অংশে যখন মলত্যাগের সময় মলের ঘষা লাগে তখন তাজা রক্ত বের হয়। প্রাথমিকভাবে আপনি লক্ষ্য রাখুন যেন আপনার কোষ্ঠকাঠিন্য না হয় সেদিকে,এটির প্রাথমিক চিকিৎসা নেই।এই পলিপ কোলোনস্কোপ বা সিগময়ডোস্কোপ নামক একটি যন্ত্রের সাহায্যে পায়ুপথেই অপসারণ করা যায়।আপনি ভাজাপোড়া খাবার, তেলেভাজা খাবার, বাহিরের অস্বাস্থ্যকর পরিবেশ এর খাবার,বাশি খাবার পরিহার করবেন।।আপনি দিনে প্রচুর পরিমাণে পানি পান করুন এবং চেষ্টা করুন প্রতিদিন মলত্যাগ করার যাতে কোষ্ঠকাঠিন্য না দেখা দেয়।পাকা পেঁপে খাওয়ার চেষ্টা করুন।  পাকা পেঁপে ফলের মত করে খাবেন।সম্ভব হলে আপনি প্রতিদিন একবেলা করে এক কাপ টক দই খাওয়ার অভ্যাস করুন।অবশ্যই চিকিৎসক এর পরামর্শ নিন।

Talk Doctor Online in Bissoy App