আমি কি গোলাপজল,গ্লিসারিন আর অ্যালোভেরা সবগুলাই ৩৩% করে দিয়ে ৯৯% করবো?না--- গোলাপজল ৫০% আর গ্লিসারিন ২৫% আর অ্যালোভেরা ২৫% এভাবে ১০০% করবো?কোনটা সঠিক? না অন্য কোন উপায় আছে? বি:দ্র:আমাকে একজন বলল বেশি গ্লিসারিন হলে মুখ পোড়া যাবে,এরপর কালো দাগ হবে,তাই সঠিক পরিমাপ বুঝে তৈরি করবো
শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

সেটিং স্প্রে বানাতে গেলে গ্লিসারিন দিতে হয় ২ফোটা অথবা ৩ ফোটা,এর বেশি নয়।আপনি অ্যালোভেরা দিবেন ২৫% আর বাকি সবই দিবেন গোলাপজল।  অর্থাৎ যদি এক বোতল মেকাপ সেটিং স্প্রে বানাতে চান তাহলে আপনি সেই এক বোতল গোলাপজলে ২চামচ দিবেন এবং গ্লিসারিন দিবেন মাত্র ১/২ ফোটা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ