বিশেষ করে ডান কানে সমস্যাটা বেশি।।এমন কি এই ঠান্ডার জন্যে বেশি গরম সয্য হয় না।আর ইকটু বাতাস লাগলেই ঠান্ডা বাড়ে আর কানের যন্ত্রণার পাশাপাশি কিছু শোনাও যায় না    
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

প্রচন্ড ঠান্ডা লাগার ফলে কানে ব্যথা বা কান বন্ধ হয়ে যেতে পারে|এরুপ পরিস্থিতে দ্রুত রেজিস্টার্ড ডাক্তারের নিকট চিকিৎসা গ্রহণ করা জরুরী| এ সময় পানি গরম করে পান করা ভালো|চা পান করলেও উপকার পাওয়া যাবে|বাইরে বের হলে কানে ও গলায় কাপড় পরিধান করা উচিত|ফ্রিজের বা ঠান্ডা খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
RushaIslam

Call

আপনাকে প্রথমেই বলবো আপনি একজন ভাল নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কানের ড্রপ নিন,এতে আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে। আপনি প্রাথমিকভাবে অলিভ অয়েল কিংবা নারিকেল তেল সামান্য গরম করে কানে কয়েকফোটা দিন। দেখুন এতে আরামবোধ করবেন। কানে কটন বাড কিংবা শক্ত কিছু দিয়ে গুতাবেন না। আপনি কুসুম গরম পানির সাথে লবণ মিশিয়ে কানে ড্রপ পদ্ধতিতে ব্যবহারেও ভাল ফল পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ