শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

নাহ। উৎস বলতে একটি সোর্স বা একটি নির্দিষ্ট মাধ্যমকে বোঝায় সেখান থেকে বা যে স্থল থেকে কোনোকিছুর উৎপত্তি হয়।(যেমন হত্যার উৎস) আর উন্মেষ বলতে কোনো কিছুকে সঞ্চার হওয়া,সৃষ্টি হওয়া কিংবা প্রকাশ হওয়া বা বিকশিত হওয়াকে বোঝায়।(যেমন জ্ঞানের উন্মেষ) 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

না এই দুটি শব্দ এক নয়। উৎস মানে কোনো কিছুর মূল আধার। যেমন, আলোর উৎস সূর্য। আর উন্মেষ মানে হলো কোনো কিছুর উদ্ভব, উদ্রেক বা সঞ্চার বা প্রকাশ। যেমন, সূর্যের আলোর বিকিরণকে উন্মেষ বলা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ