RushaIslam

Call

এজন্য অযথাই কোনো মলম ব্যবহারের প্রয়োজন নেই।আপনাকে আপনার স্তন যথাসম্ভব মশ্চারাইজড রাখতে হবে,অবশ্যই পরিষ্কার তো রাখতেই হবে।। আপনি ভাল মানের একটি লোশন ব্যবহার করুন এবং বাচ্চার দুধ খাওয়ানোর আগে অবশ্যইই ধুয়ে নিবেন।ক্রিমের ক্ষেত্রে ল্যানোলিন বেজড ক্রিমও লাগাতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

এ রকম বেশির ভাগ মায়েদের হয়ে থাকে। তবে এটি অবহেলা করবেন না এতে স্তনের ভিতরে ঘা হয়ে স্তন ক্যান্সার হতে পারে। আপনি যত সম্ভব গাইনি ডাক্তারের চিকিৎসা নিন। নিজে থেকে কোন মলম বা ঔষধ সেবন করবেন না। প্লিজ যত সম্ভব গাইনি ডাক্তারের চিকিৎসা নিন। বাবুকে দুুধ দেওয়ার সময় স্তনের নিপল টি পুরোটাই বাবুর মুখের ভিতরে রাখবেন। ,স্তন পরিস্কার  রাখুন, ভিজে বা ঘামানো ব্রা পরিধান করবেন না।  সাপোর্ট ব্রা পরবেন। ক্যাফাইন জাতীয় ঔষধ এড়িয়ে চলুন। লবণ কম খাবেন।। ভিটামিন-ই ও ভিটামিন-বি৬ খাবেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ