RushaIslam

Call

আমাদের স্কিনে সিবেসিয়াস গন্থি সক্রিয় হলে অধিক সেবাম ( তৈলাক্ত উপাদান) উৎপন্ন হয়।আর এই অতিরিক্ত সেবাম ত্বককে তৈলাক্ত করে।মূলত আমাদের ত্বকে ময়েশ্চারাইজিং করা এবং আমাদের ত্বককে বাইরের শুষ্ক আবহাওয়া থেকে বাঁচানো হল সেবামের কাজ।।অনেকের ক্ষেত্রে গরম দুধ কিংবা দুগ্ধজাত খাবার খেলে সিবেসিয়াস গ্রন্থির অধিক সক্রিয়তারর ফলে অতিমাত্রায় সেবাম উৎপন্ন হয় ফলে স্কিন অয়েলি লাগে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ