RushaIslam

Call

তৈলাক্ত ভাব দূর করার সব থেকে ভাল উপায় হল গোলাপজল। আপনি প্রতিদিন ৪/৫ বার গোলালজল দিয়ে মুখ ধুবেন অথবা গোলাপজল মুখে লাগাবেন মালিশ করে, কিছুক্ষণ পর ধুয়ে ফেলবেন,ব্যাস সহজ সমাধান। আপনাকে অনেকেই শসা, আলু এইসব ব্যবহারের পরামর্শ দিবে। কিন্তু এসব কোনো কাজেই আসেনা। তৈলাক্ত ভাব দূর করার জন্য গোলাপজল বেস্ট। সেইসাথে আপনি অয়েল কন্ট্রোল ক্রিম ব্যবহার করুন একটা। প্রতিদিন ৩ বেলা ফেসওয়াস ব্যবহার করবেন। দেখবেন তৈলাক্ত ভাব অনেক কমে যাবে।জল পানন করবেন প্রচুর।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ