আমার নানি গত ২ সপ্তাহ আগে মারা যায় বয়স ৫০+। তার একটা ছেলে আছে বাবার আরেক টা বিয়ে আছে সে ঐ খানে থাকে আর আমার নানির ছেলে কে টাকা দেয় আর সপ্তাহে ২-১ বার আসে।তো আমার নানি মারা যাবার পর সবায় কে সপ্ন দেখাই যেমন-কেউ দেখে হাড়ি,কেউ দেখ ডেখ, কেউ দেখে তার  দাঁদ পড়ে গেছে ইত্যাদি।কিন্তু আমার এক খালা সপ্নে দেখে ফজরের পর তাকে ডাকে আমার নানি। এখন এ সব থেকে সবায় কে মুক্তি দিব কিভবে।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

উনার মাগফিরাত এর জন্য পশু কুরবানি দিয়ে দেন,,,,,,,,,, ,,,,,,  ,,,,,,,, পশুর সমস্ত গোসত গরিবের মাঝে বিলিয়ে দেন, ,,,,চাইলে আপনি কিছুটা গ্রহন করবেন,,,,,,,,ধন্যবাদ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

ভাই , আপনার প্রশ্নটি স্পষ্ট নয় । আধ্যাত্বিক  প্রশ্নের কোনো  উত্তর হয় না । আপনার নানী মারা যাবার পর তিনি কাউকে স্বপ্ন দেখাতে পারেন । কারন মৃত মানুষের কোনো ক্ষমতা নাই কিছু করার । আপনারা অযথা ভয় পাবেন না । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ