RushaIslam

Call

দেখুন,চুল কেটে ফেললেই যে চুল সোজা হয়ে যাবে তা কিন্তু নয়। আর চুল সোজা করার জন্য মেডিসিনের ব্যবহার নেই। আপনি ভিনেগার এবং এলোভেরা জেল একত্রে মিশিয়ে প্রতিদিন চুলে লাগাবেন এবং ১ঘণ্টা পর ধুয়ে ফেলবেন,এতে চুল অনেকটা সোজা হতে পারে।এছাড়াঃদুটি ডিম ফেটিয়ে নিন। এতে ৪ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে আবার ফেটিয়ে নিন। ভালো করে চুলে লাগান এই মিশ্রণ। এরপর একটি বড় দাঁড়ের চিরুনি দিয়ে চুল আঁচড়ান। এরপর মাথায় শাওয়ার ক্যাপ পরে নিন। আধা ঘণ্টা এভাবে রেখে চুল শ্যাম্পু করুন।এতেও ভাল ফল পাবেন।সাধারণত চুলে কেরাটিন নামক একধরনের প্রোটিন থাকে। চুলের গোড়ার থলি বা গ্রন্থি  থেকে বিভিন্ন ধরনের প্রোটিনের সঙ্গে কেরাটিনও তৈরি হয়। এই প্রোটিনের মধ্যে সালফার পরমাণু থাকে।দুটি সালফার পরমাণু যুক্ত হয়ে বন্ধনী সৃষ্টি করে।এ রকম বন্ধনী যত বেশি থাকে চুল তত বেশি কোঁকড়ানো আকার ধারণ করে।কাজেই এক্ষেত্রে চুল ন্যাড়া করলেও বিশেষ ফল পাওয়া যায়না,আপনি উপরের লিখিত উপায় গুলি মেনে চলুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ