কবিঃ আহসান হাবীব।
শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

পৃথিবীতে ভালোবাসার মতো আর কিছু নেই । ভালোবাসাই পারে মানব সমাজকে এক বৃন্তে ফূলের মতো ফোটাতে। আর তাই, আহসান হাবিব তার ‘সেই অস্ত্র’ কবিতায় ভালোবাসা নামের মহান অস্ত্রকে এ-সমাজে ফিরে পাবার গভীর প্রত্যাশা ব্যক্ত করেছেন। ‘ভালোবাসা’ কেবল একটি শব্দ নয়, যা কেবল আবেগ বা অনুভূতি প্রকাশ করে। এটি মঙ্গলদীপ জ্বেলে সকল অমঙ্গলের পথ থেকে মানুষকে আলোর পথে ফিরিয়ে আনে । বলে দেয় পরিত্রাণের উপায়। আর এ- কারণে কবি বিশ্বের মানুষের কাছে ভালোবাসা নামের অস্ত্র ফিরিয়ে দেয়ার অনুরোধ জানিয়েছেন। এই পৃথিবীতে শান্তিময় করতে হলে হিংসা লোভ ঈর্ষা থেকে মানুষকে দূরে থাকতে হবে।আর তা হলে পৃথিবী এগিয়ে যাবে শান্তি ও সমৃদ্ধির দিকে।বিদ্বেষের বিষবাষ্পকে অপসারণ করতে ভালোবাসা নামক অস্ত্রের বিকল্প নেই ।এ- অস্ত্র ফিরিয়ে দিতে হবে কবি এবং সারা বিশ্বের মানুষের কাছে। পৃথিবীতে মানুষের মাঝে মানবিকতা বোধ জাগ্রত করতে, মানব সমাজে ফিরিয়ে দিতে চান অফুরন্ত-সেই অস্ত্র যার নাম ভালোবাসা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ