লেখকঃ মোতাহের হোসেন চৌধুরী৷
শেয়ার করুন বন্ধুর সাথে

মুলভাবঃ~ বৃক্ষ যেমন ফুলে ফুলে পরিপূর্নতা পায়, আর সে সব অন্যকে দান করে সার্থকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে, মানব জীবনের সার্থকতার জন্য তার নিজের সাধনাও তেমনি হওয়া উচিত । তাহলেই স্বার্থপর, অহংকারী,বিবেকহীন,নিষ্ঠুর জবরদস্তিপ্রবণ মানুষের যায়গা দেখা দেবে প্রেমে,সৌন্দর্যে, সেবায় বিকশিত বিবেকবান পরিপূর্ন ও সার্থক মানুষ ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ