RushaIslam

Call

অণ্ডকোষ ঝুলে যাওয়া কোন সমস্যা নয়। অণ্ডকোষের কাজ হল শুক্রাণুর জন্য যথাযথ তাপমাত্রার যোগান দেয়া। যেহেতু গরমকালে শরীরের তাপমাত্রা বেশি থাকে তাই অণ্ডকোষ ঝুলে শরীর থেকে নিচে যায় এবং শুক্রাণুকে যথাযথ তাপমাত্রায় সংরক্ষণ করে। যদি এটি ঝুলে না যেত তবে শরীরের সাথে লেগে থাকলে  অতিরিক্ত তাপ পেত। যা শুক্রাণু তৈরি ব্যাঘাত ঘটাত। তাই ভয়ের বা চিন্তার কোনো কারন নেই। আর পুরুষদের শারীরিক বৃদ্ধি ২৫ বছর পর্যন্ত হয়ে থাকে, তাই ২৫ বছর পর্যন্ত লিঙ্গ বৃদ্ধি পেতে পারে।যদিও বাংলাদেশের পুরুষদের ক্ষেত্রে ১৮বছরের পর বৃদ্ধি পাওয়া সম্ভবনা কম।আপনার লিঙ্গ বৃদ্ধি পাবার সমস্যাটি হরমোন, বংশগত, জিনগত,বৈশিষ্ট্যের কারনে হতে পারে। প্রয়োজনে যৌন চিকিৎসক /হোমিওপ্যাথি চিকিৎসক এর পরামর্শ নিন এবং পুষ্টিকর খাবার খাবেন। হস্তমৈথুন করবেন না। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ