Call

৫ম অধ্যায়টি হলো রাসায়নিক বন্ধন। এই অধ্যায়ের সংজ্ঞাগুলো যেমন- যোজনী, যোজনী ইলেকট্রন, যৌগমূলক,অষ্টক ও দুই এর নিয়ন এই প্রশ্নগুলো আসে। আবার, কোনো যৌগের রাসায়নিক বন্ধনটি কী ধরণের, যৌগটি পানিতে দ্রবীভূত হয় কি-না, বন্ধনের চিত্র আঁকা এসব প্রশ্ন আসে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ