RushaIslam

Call

৩ মাস পর রক্ত পরীক্ষা করলে সঠিক রেজাল্ট পাওয়া যাবে।তবে সবার ক্ষেত্রে একই সময় প্রযোজ্য নয়। কারো ক্ষেত্রে ৫/৬ মাস পর সঠিক রেজাল্ট পাওয়া যায়।  তাই আপনি আগে নিশ্চিত হোন উক্ত ভাইরাস এর লক্ষন গুলো আপনার শরীরে প্রভাব ফেলে কি না। যদি এইচ আই ভি ভাইরাস এর লক্ষন গুলো প্রকাশ পায় তাহলে ৩/৪ মাস পর রক্ত পরীক্ষা করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Waruf

Call

অনেক ডাক্টারগণ বলে থাকেন এক থেকে দুই বছর।  কিন্তু আসলে এমন কোন নিয়ম সময় নাই। ভাইরাস সমুহ এমনিতে বহু বছর পর্যন্ত নিষ্ক্রিয় থাকতে পারে। দেহে প্রবেশের পর লক্ষন দেখা দেয়না। তাই এটা জানা সম্ভব হয়নি যে ঠিক কবে দেহে প্রবেশ করেছিল। যখন জানা যায় ততক্ষনে বহু দেরি হয়ে গেছে। আর এইচ আই ভি এর ক্ষেত্রে যেহেতু এটি নিজে কোন রোগ নয়। এটি শুধু দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দেয়। তখন সকল রোগ দেহে বাসা বাধে। একত্রে এদেরকে এইডস বলে। তাই সাধারন এক দু বছরেই অন্য রোগের প্রাদুর্ভাব ঘটে বলে লক্ষন কিছুটা বোঝা যায়।  তবে আপনি এটি কখনো জানতে পারবেন না যে, আজ এইচ আই ভি প্রবেশ করেছে, দু বছর পর ধরা পড়বে। তবে আরও একটি বিষয় আছে তা হচ্ছে কোন ব্যক্তি এইচ আই ভিতে পুরাপুরি আক্রান্ত এবং তার রক্ত সরাসরি গ্রহন করেছেন, এই ক্ষেত্রে দু তিন মাসেই ধরা পড়ে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ