2018 এ ১ম বার hsc পরীক্ষা দিয়ে মেইন ২টি বিষয়ে ফেল করে 2019 এ আবার সব বিষয়ে পরীক্ষা দিয়ে পাস করে কম GPA পেলে 2020 এ কি আবার সব বিষয়ে বা কিছু বিষয়ে কোনোভাবে কোনো পরীক্ষা দেওয়া যাবে রেজিঃ কার্ডের মেয়াদ 2021 পর্যন্ত 
Share with your friends
  1. ২০১৮ সালে দুই বিষয় ফেল করার পর যদি ২০১৯ সালেও ফেল করতেন,তাহলে ২০২০ সালে অাবার সব বিষয় বা ফেল করা বিষয়ে পরীক্ষা দিতে পারতেন।
  2. যেহেতু ২০১৮ সালে দুই বিষয় ফেল করে ২০১৯ সালে সব বিষয় পরীক্ষা দিয়ে পাস করেছেন,সেহেতু ২০২০ সালে কিছু বিষয় বা সব বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারবেন না। রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলেও ফেল করে সব বিষয় পাস করার পর অাবার কিছু বিষয় বা সব বিষয়ে এইচএসসি পরীক্ষা দেওয়ার কোন সুযোগ নেই।
  3. এক কথায় ফেল করার পর সব বিষয় পাস করলে মান উন্নয়ন পরীক্ষা বা পুনরায় পরীক্ষা দেওয়ার কোন সুযোগ নেই।


Talk Doctor Online in Bissoy App