Call

হযরত মুহাম্মদ (সাঃ) তিন পুত্র ও ৪ কন্যা সন্তান ছিলেন। ১। কাশেম। ২। আব্দুল্লাহ। ৩। ইব্রাহীম। আর কন্যাগণ ছিলেনঃ ১। হযরত জয়নাব (রাঃ) ২। হযরত রোকেয়া (রাঃ) ৩। হযরত উম্মে কুলসুম (রাঃ) এবং ৪। হযরত ফাতেমা (রাঃ)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
RushaIslam

Call

হযরত মুহাম্মদ (সঃ) তিন পুত্র ও ৪ কন্যা সন্তানের জনক ছিলেন । তাঁর পুত্রগণ ছিলেন- ১। হযরত কাশেম (রাঃ),(অর্থঃ হযরত শব্দের অর্থ হল: মাননীয়, মহামান্য, সম্মানিত।কাশেম অর্থ বিতরণকারী)  ২। হযরত আব্দুল্লাহ্ (রাঃ) ওরফে তাহের (রাঃ) ওরফে তৌয়ব (রাঃ) (তাহের অর্থ পবিত্র,আবদুল্লাহ অর্থ আল্লাহর বান্দা.) ৩। হযরত ইব্রাহীম (রাঃ) ।(ইব্রাহীম অর্থ পিতা) আর কন্যাগণ ছিলেন- ১। হযরত জয়নাব (রাঃ),(জয়নাব অর্থ ইবাদতকারী) ২। হযরত রোকেয়া (রাঃ),(রোকেয়া অর্থ  জ্যোতির্ময়ি।)  ৩। হযরত উম্মে কুলসুম (রাঃ) ( যার দুই গাল এবং চেহারায় ভরাট গোশত তাকে কুলসুম বলে) ৪। হযরত ফাতেমা (রাঃ) ।(ফাতেমা অর্থ সদ্য দূধ ছাড়ানো শিশুর মা) এখানে (রাঃ): "রাদিয়াল্লাহু তায়ালা আনহু" অর্থ আল্লাহ তাঁর প্রতি সন্তুষ্ট থাকুক বা তাঁকে রহমতের অন্তর্ভূক্ত করুক

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ