এইসএসসি তে ফেল করেছি কি করবো বুঝতে পারছি না। পরিবারের অবস্তা এতোই খারাপ যে আরেক বছর পরিক্ষা দিতে পারবনা। এই মুহুতে আমার একটা কিছু করা দরকার যার মাধ্যমে আমার পরিবার চালানো সম্ভাব হবে। কোনো চাকরি ও পাচ্ছি না কি করবো যদি সাহায্য করতেন খুব উপকার হতো। খুব অসহায় হয়ে পড়েছি


শেয়ার করুন বন্ধুর সাথে

এমতাবস্তায় আপনি কোন একটি গার্মেন্টসে চাকরি

নেন। তাতে আপনি কয়েকটি দিক থেকেই উপকৃত

হবেন। যেমন:

★ গার্মেন্টসে চাকরি করেও আপনি আবার Hsc

 পরীক্ষা দিতে পারবেন।

★ খুব সহজেই স্বল্প শিক্ষিতরা গার্মেন্টসে চাকরি পায়।

★ বর্তমানে গার্মেন্টসে খুব ভালো বেতন দেয়। চাকুরির

শুরুতেই ১০,০০০/১৫,০০০ টাকা করে বেতন তুলতে পারবেন।

★ একবার গার্মেন্টসের কাজ শিখতে পারলে আপনাকে

আর কখনো বেকার থাকতে হবে না।

★ চাকরি নেয়ার উপায়: 

★ আপনার পরিচিত যারা গার্মেন্টসে চাকরি করে

তাদের সাথে যোগাযোগ করুন।

★ অনথ্যায় প্রতি মাসের ১-১০ তারিখের মধ্যে সরাসরি

কাগজ পত্র নিয়ে যে কোন গার্মেন্টসের সামনে গিয় দ্বারান।


আমার পরিচিত একজন ম্যানেজার আছে, প্রয়োজন মনে করলে  ব্যক্তিগত বার্তায় তার ফোন নাম্বার নিতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ