আমার আব্বুর মোবাইল Samsung J6

আজকে হঠাৎ দেখছি কোথাও কোন কিছু লেখার সময়,

যখন বাংলা লিখতে যাই তখন ইংরেজি alpabet গুলো আসে,আমি k টিপলে "ক" আসে,a টিপলে "অ" আসে।

অর্থাৎ ইংরেজি লিখলে বাংলা হচ্ছে। আগে এমন ছিল না।


নিচে ছবি দিলাম....

image

কিন্তু আমি আগের মতো করে ফেলতে চাই।অর্থাৎ বাংলা অক্ষর আসবে আমি তা দেখে কোন কিছু লিখব- এরকম।


এখন আমি কিভাবে এটি ঠিক করব বলুন??????


Share with your friends
OahidIslam

Call

আপনি ভাষার সেটিং এ গিয়ে ঠিক করবেন। যেটা দিয়ে স্পেস দেন সেটায় চাপ দিয়ে দরে থাকেন দেখবেন সেটিং আসবে। এভাবে না আসলে কিবোডের সেটিং অবশ্যয় পাবেন।

Talk Doctor Online in Bissoy App

এখানে ক্লিক করুন। প্রব্লেম সলভ না হলে কোনো কিবোর্ড এপ যদি আপনার বাবার ফোনে ইন্সটল করা থাকে সেখানে ঢুকে ফন্ট চেঞ্জ করে নিবেনimage            

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি ফোনের setting এ keyboard এ গিয়ে reset করে দিন।তাহলে আগের মতো হয়ে যাবে।

Talk Doctor Online in Bissoy App
Jamiar

Call

ইহা আপনার keyboard এর অভ্র ভাষার অপশন যা ইংলিশ অক্ষর টাইপ করলে বাংলা অক্ষর আসে। যদি আপনি এ ভাষায় দক্ষ হোন তাহলে খুব সহজেই বাংলা টাইপ করতে পারবেন। মোবাইলে বাংলা টাইপ করার এটাই একটা সহজ পদ্ধতি ভাষা। 

তবে যদি আপনি এই অপশন পরিবর্তন করতে চান তাহলে আপনার উক্ত keyboard টির সেটিং এ যান সেখনে ভাষা অপশনে বাংলা ভাষা এড করুন  তাহলে চলে আসবে। 

Talk Doctor Online in Bissoy App