শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ইসালামে চক্ষুরোগ ভাল করার তদবিরঃ ছত্রাক মান্নের পানি চক্ষুরোগের প্রতিষেধক। অথবা কোন ব্যক্তির চক্ষু উঠলে তাতে ঘৃতকুমারীর রস দেওয়া যেতে পারে। নুবাইহ ইবনু ওয়াহব (রাহঃ) হতে বর্ণিত আছে, উমার ইবনু উবাইদুল্লাহ ইবনু মামার-এর চক্ষুরোগ হয়। তিনি ইহরামধারী ছিলেন। তিনি আবান ইবনু উসমানকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, চোখে ঘৃতকুমারীর রস দাও। কারণ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওরাসাল্লাম হতে উসমান ইবনু আফফান (রাঃ)-কে বর্ণনা করতে শুনেছি, তিনি বলেছেনঃ চোখে ঘৃতকুমারীর রস দাও। (সূনান আত তিরমিজী হাদিস নম্বরঃ ৯৫২)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ