Share with your friends
RushaIslam

Call

এই টেস্ট সাধারণত মেয়েদের প্রজনন অঙ্গের জন্য করা হয়ে থাকে। এই টেস্ট করার আগে চর্বিযুক্ত খাবার এবং মিষ্টিদ্রব্য খাওয়া উচিৎ নয়।ডাক্তার যদি আপনার শারীরিক পরীক্ষা করে অস্বাভাবিক কিছু পেয়ে থাকে তখন এই টেস্ট করা হয়। বা যদি অনেক ধরে বাচ্চা হচ্ছেনা, Ectopic গর্ভাবস্থা , অথবা কমরে বেথা। তখন ডাক্তার এই টেস্ট করে আপনার সমস্যার কারন বুঝতে পারে। এটি পিরিয়ড এর আগে অথবা পরে টেস্ট করা হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার শারীরিক প্রস্তুতিরর ব্যাপারে আপনাকে চিকিৎসক অবগত করবেন।

Talk Doctor Online in Bissoy App