প্লীজ বইগুলোর নামগুলোও বলে দিবেন।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

বাংলাবিদের প্রথম পর্বের প্রশ্নগুলিই খুবই অভিনব আসে, বই পড়ে কমন পাওয়া মুশকিল। ওয়েবসাইট থেকে সিলেবাস ডাউনলোড করে সে অনুযায়ী ইন্টারনেট এবং বাসার যেকোনো ব্যকরণ বই ব্যবহার করে পড়তে পারেন। যা যা পড়বেন তার একটা লিস্টের মত দিচ্ছি-

  • কবি-লেখকদের ছদ্মনাম, জন্ম-মৃত্যু সাল ও উপাধি
  • বিখ্যাত বই-গ্রন্থের রচনাকাল ও ইতিহাস
  • বাংলা সাহিত্যের ইতিহাস
  • বাক্য সংকোচন, বানান, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, উচ্চারণ, সন্ধি, সমাস ইত্যাদি
যে যে বই পড়বেন-
  • দশম শ্রেণির ব্যকরণ ও বাওবি বই (নির্দিষ্ট কিছু অধ্যায়)
  • অষ্টম শ্রেণির বাওবি বই (নির্দিষ্ট কিছু অধ্যায়)
  • ভাষা শিক্ষা - হায়াৎ মামুদ
এছাড়া ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে পড়ুন। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ