====∞==== ১)) LED ফ্লাড লাইট ৫০০ ওয়াটের দাম কত? ২)) অন্যান্য লাইটের মত স্বাভাবিক বিদ্যুূৎ খরচ হয়,নাকি অনেক বেশি? ৩)) বিদ্যুূুৎ সংযোগ সরাসরি মেইন লাইন থেকে দিতে হবে,নাকি অন্যান্য লাইটের মত সুইচ বোর্ড হতে সংযোগ দিলেই হবে??? # অগ্রীম_ধন্যবাদ !
Share with your friends

১) LED ফ্লাড লাইট ৫০০ ওয়াটের দাম কত? 

উত্তরঃ একটি ভাল ব্রান্ডের (যেমনঃORELCO LED) ৫০০ ওয়াট ফ্লাড লাইটের দাম ২০ হাজার টাকার মত। 


২) অন্যান্য লাইটের মত স্বাভাবিক বিদ্যুূৎ খরচ হয়,নাকি অনেক বেশি? 

উত্তরঃ অন্যান্য যে কোন লাইটের থেকে এল ই ডি লাইটের বিদ্যুত খরচ কম৷ যেমন একটি CFL ১০০০ ওয়াট লাইটে যতটুকু আলো পাওয়া যায় তার থেকে একটি LED 500 ওয়াটে প্রায় দ্বিগুন আলো পাওয়া যায়। অর্থাত আপবি কম কারেন্ট দিয়েও অধিকতর আলো পাচ্ছেন। 



৩) বিদ্যুূুৎ সংযোগ সরাসরি মেইন লাইন থেকে দিতে হবে,নাকি অন্যান্য লাইটের মত সুইচ বোর্ড হতে সংযোগ দিলেই হবে?

উত্তরঃ যেহেতু ভাল কম্পানির লাইটে পাওয়ার ফ্যাক্টর মেইনটেইন করা থাকে সেহেতু আপনি সুইচ বোর্ড থেকে দিতে পারবেন। তবে ফ্লাড লাইট হল আউটডোরে ব্যাবহার করার জন্য এবং এটায় যেহেতু ৫০০ ওয়াট কারেন্ট খরচ করবে সেহেতু আপনি ফ্রিজের কানেকশনের জন্য যেমন একটা লাইন করেন ঠিক সেরকম একটি লাইন করে কানেকশন দিলে সব থেকে ভাল হয়।  অর্থাত আপনার বাড়ির মেইন সুইচ বোর্ড থেকে লাইন নিলে সর্বোত্তম হবে। 


এল ই ডি বিষয়ক যে কোন সমস্যার সমাধানে যোগাযোগ করতে পারেন..... Email: [email protected]


ধন্যবাদ। 

Talk Doctor Online in Bissoy App