magnesium

Call

বিদ্যুৎ মানেই তো ইলেকট্রনের প্রবাহ।লাল ও কালো উভয় তারে টেস্টার ধরলে ইলেকট্রনের প্রবাহ তৈরি হয়।তাই লাইট জ্বলে ওঠে।তবে বাল্ব লাগালে এই প্রবাহ তৈরি হয়না।তাই জ্বলেনা।কারণ বাল্বে নেগেটিভ ও পজেটিভ উভয় প্রান্ত লাগাতে হয়

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Waruf

Call

আপনি যে দুটো লাইনের কথা বলছেন শুধু সেই ক্ষেত্রে সুইচ বোর্ড থেকে একটি ফেজ তার এবং আর্থ লাইন থেকে একটি আর্থ তার বালবে এসেছে একসাথে।  আমরা জানি দুটি তার পাশাপাশি থাকলে একটি তারে বিদ্যুৎ সাপলাই করলে অপর তারে সামান্য ভোল্টেজ আবেশিত হয়ে সামান্য বিদ্যুৎ প্রবাহ ঘটায়। আবার আমরা জানি ফেজ থেকে আর্থ হয়ে মাটি সংযোগ ঘটলেই তবে বর্তনী কমপ্লিট হয়। আপনার ক্ষেত্রে সুইচ থেকে ফেজ তার টি বালবের হোল্ডার পর্যন্ত ভালভাবেই গেছে। কিন্তু হোল্ডার থেকে আর্থ তারটি সুইচ বোর্ডে আসার পর তা প্রকৃত আর্থ তারের সাথে সংযোগ হয়নি। এই না হওয়ার কারন অনেক হতে পারে যেমন হয়ত সংযোগ ছিল কিন্তু ছাড়িয়ে গেছে বা মাঝ পথে তার কাটা পড়েছে বা উপরে কভার ভাল কিন্তু ভেতরের তামা নষ্ট হয়ে বিচ্ছিন্ন ইত্যাদি হতে পারে। এখন যেহেতু আর্থ তারটি শেষ পর্যন্ত মাটির আর্থ এর সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তাই সুইচ বোর্ড থেকে হোল্ডার পর্যন্ত ফেজ তারের জন্য কিছু ভোল্ট আবেশিত হয়ে আর্থ তারে যাচ্ছে ফলে টেস্টার ধরলে আপনার দেহ থেকে আর্থ নিয়া টেস্টার জলছে।  কিন্তু হোল্ডারে বালব দিলে তা জলছেনা কারন ফেজ থেকে বিদ্যুৎ বালবের ভেতর দিয়া যেয়ে শেষ পর্যন্ত মাটিরে যেয়ে বর্তনী পূর্ন হচ্ছেনা(কারন উপরে বললাম কোথাও থেকে বিচ্ছিন্ন) অপর দিকে টেস্টারের মত বালবের ক্ষেত্রে আপনার দেহ থেকেও আর্থ পাচ্ছেনা তাই বালব জলবেনা। এক্ষেত্রে আপনার লাইন বা বর্তনী চেক করে কাটা স্থান বের করে জুড়ে দিলেই জলবে। আর আর্থ জোড়া দিলে তখন দুটো তারই টেস্টার জলবেনা। শুধু ফেজ তারেে জলবে যদিও আগের নিয়মেও এখনো বিদ্যুৎ আবেশিত হয়ে আর্থ তারে যায় তাই টেস্টার জলার কথা। কিন্তু সঠিক লাইনে আবেশিত হয়ে সামান্য যে ভোল্ট যায় তা প্রকৃত আর্থে যেয়ে মাটিতে চলে যায় বলে টেস্টার জলবেনা। কাজেই যখন উভয় তার টেস্টার জলবে তখন নিশ্চিত রুপে বুঝবেন যে আর্থ তারটি কোথাও না কোথাও থেকে মাটির বা প্রকৃত আর্থ থেকে লুজ হয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে। অবশ্য শর্ট সার্কিট হলেও দুটিই তারই জলে তবে সেক্ষেত্রে আগুন লাগা বা কাট আউট কেটে যায়। কাজেই আগেই লাইন চেক করে ঠিক করে নিন তবেই বালব জলবে। তবে অধিকাংশ ক্ষেত্রে জোড়া স্থান বা স্ক্রু লাগা ও স্থান থেকে খুলে যায় তাই মেকানিক দিয়া চেক করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ