Call

ফাঙ্গিসন ক্রিম ব্যবহারের পরেও না সারলে উন্নত চিকিৎসা নেওয়া প্রয়োজন|এজন্য চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের নিকট চিকিৎসা গ্রহণ করতে হবে|অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েও চিকিৎসা নেওয়া যেতে পারে| আক্রান্ত স্থান চুলকানো থেকে বিরত থাকবেন|উক্ত স্থানে সাবান ব্যবহার করবেন না|যতটা সম্ভব পরিষ্কার ও ঢিলা পোশাক পরিধান করতে হবে|এলার্জি জাতীয় খাদ্যদ্রব্য এড়িয়ে চলতে হবে|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ