Call

আপনি একজন ভালো হোমিও ডাক্তার দেখিয়ে ৩ থেকে ৬ মাস ঔষধ খেয়ে দেয়ে দেখতে পারেন, ভালো হোমিও ডাক্তার হিসেবে আমি আপনাকে জয়কালি মন্দির এর  ড: এন জোহা স্যারকে দেখাতে বলব, গিয়ে দেখতে হোমিও খুম ভালো ডাক্তার উনি। জোহা হোমিও হল, জয়কালি মন্দির, ঢাকা 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
RushaIslam

Call

বলিরেখা দূর করার জন্য কোনোপ্রকার মেডিসিনের প্রয়োজন হয়না। কারন পুরো শরীরে সার্জারি করা ব্যয়বাহুল্য যা সবার পক্ষে করা অসম্ভব।   আপনি নিচেরর পদ্ধতিগুলি মেনে চলুন,ইনশাআল্লাহ সমাধান পেয়ে যাবেন: ১.প্রতিদিন একবার করে হলেও পুরো শরীরে পেট্রোলিয়াম জেলি মালিশ করুন। ২.প্রতিদিন শরীরের বাহ্যিক স্থানে অ্যালোভেরা এবং আলুর রস লাগান এবং তা কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন,সর্বোত্তম ফল পাবেন। ৩.গোসলের আগে নারিকেল তেল সামান্য গরম করে তা শরীরে মালিশ করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ