আমি একটা গেমিং পিছি বানাবো বাজেট মনিটর সহ 65 হাজার।আমি ২টা প্যাকেজ বানাইছি বাট বুঝছিনা কতটুকু কার্যকর হবে এই প্যাকেজে।সবাই একটু জানাবেন কোন প্যাকেজ নিলে গেমিং ভালো হবে।


{1} ১ম প্যাকেজ

    ১: CPU -         AMD R3 2200 G

   

   ২:  motherboard -

         AMD B 450M GAMING 

    

    ৩: RAM-      4+4=8 GB DDR4

  

    ৪:  STORAGE- 120 GB SSD+

          1tb HDD

     

    ৫: GPU - ASROCK PHANTOM    

         GAMING X RADEON RX

         590 8G OC GPU

    

    {২} প্যাকেজ ২

     

    ১:   CPU- INTEL I5 9GEN 

          9400F

     

    ২:  MOTHERBOARD -    

       ASUS EX-H310M-V3

       8th GEN MICRO ATX 

    

  ৩: RAM- 4+4= 8 GB


 ৪: STORAGE- 120 SSD+1TB HDD


৫: XFX AMD RADEON RX 570 RS 8GB XXX EDITION 


এবার জানতে চাই এই প্যাকেজের ভিতর কোনটা ভালো হবে?


     



Share with your friends
Waruf

Call

gaming এর জন্য প্রথম প্যাকেজ ভাল হবে। গেমিং পিসি সাধারনত AMD প্রসেসর বেশ কার্যকর। ইন্টেল গেমিং এর জন্য অতটা ভাল নয়। ইন্টেল স্লোলি হাই ফ্রাফিক্স দিতে পারে। অন্যদিকে এএমডি তে গ্রাফিক্সে এর জন্য ভাল গ্রাফিক্স কার্ড লাগাতে হয়। 

Talk Doctor Online in Bissoy App
Call

 আপনি যেহেতু গেমিং করবেন সেহেতু আপনার ১ম কনফিগারেশনটা ভালো হবে তবে সিপিউ আর জিপিউ টা পরিবর্তন করলে আরো বেশি সুন্দর হবে।   Ryzen 3 2200G মূলত যাদের গ্রাফিক্স কার্ড নেই তারা ব্যাবহার করে। কিন্ত আপনি যেহেতু গ্রাফিক্স কার্ড নিচ্ছেন সেহেতু প্রায় একই বাজেটের Ryzen 3  1300X নেওয়া ভালো হবে।    জিপিউ এর ক্ষেত্রে আপনার Amd radeon নেওয়া উচিত হবে না কারণ এই জিপিউ অতিরিক্ত তাপমাত্রা উৎপাদন করে তাই এই বাজেটে আপনার Zotac Gaming GeForce GTX 1660 6GB নিলে খুব চমৎকার হবে 

Talk Doctor Online in Bissoy App