তাহলে কি রোজা হবে?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

রোজা ভঙ্গের কারণ সমুহঃ
১. ইচ্ছাকৃত পানাহার করলে।
২ স্ত্রী সহবাস করলে ।
৩. কুলি করার সময় হলকের নিচে পানি চলে গেলে।
৪. ইচ্ছকৃত মুখভরে বমি করলে।
৫. নাকে বা কানে ওষধ বা তৈল প্রবেশ করালে।
৬. জবরদস্তি করে কেহ রোজা ভাঙ্গালে ।
৭. ইনজেকশান বা স্যালাইরনর মাধ্যমে দেমাগে ওষধ পৌছালে।
৮. কংকর পাথর বা ফলের বিচি গিলে ফেললে।
৯. সূর্যাস্ত হয়েছে মনে করে ইফতার করার পর দেখা গেল সুর্যাস্ত হয়নি।
১০. পুরা রমজান মাস রোজার নিয়ত না করলে।
১১. দাঁত হতে ছোলা পরিমান খাদ্য-দ্রব্য গিলে ফেললে।
১২. ইচ্ছাকৃত লোবান বা আগরবাতি জ্বালায়ে ধোয়া গ্রহন করলে।
১৩. মুখ ভর্তি বমি গিলে ফেললে ।
১৪. রাত্রি আছে মনে করে সোবহে সাদিকের পর পানাহার করলে।এই কারণের মধ্যে আপনার কাজটি পড়েনা।তাই রোজা ভাঙবেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

না তাহলে রোযা হবে না । রোযা নষ্ট হয়ে যাবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আলহামদুলিল্লাহ্ !
 আল্লাহ্ বড়ই মহান । আমাদের জন্য ইবাদতকে সহজ করে দিয়েছেন । 

অনিচ্ছাকৃত ভাবে কোথাও কেটে গিয়ে রক্ত বের হলে রোজা ভাঙ্গবে না । (কোন কারণে যে ব্যক্তির রক্ত ক্ষরণ হচ্ছে— তার রোযা ভাঙ্গবে না; কারণ রক্ত ক্ষরণ তার ইচ্ছাকৃত ছিল না।)[স্থায়ী কমিটির ফতোয়াসমগ্র (১০/২৬৪)]
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Muawiz

Call

ইচ্ছাকৃত বীর্যপাত ব্যতিত অন্যকোন কিছু, ইচ্ছায় হোক বা অনিচ্ছায়   শরীর  থেকে বের হলে   রোজা ভঙ্গ হয়না। অতএব আপনার রক্ত বের হয়ে ত্বকের উপর জমা হওয়ার কারণে আপনার রোজার কোন ক্ষতি হবেনা।  (সুত্রঃ শরহে জামে তিরমিজি) 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ