আমার অনিচ্ছায় বীর্যপাত হয়ে গেছে। আমি কিছু ভাল ভাল ছবি দেখছিলাম। খারাপ ছবি না। এই সময়.....কি করা যায়? উত্তর দিন প্লিজ।
শেয়ার করুন বন্ধুর সাথে
amitomar

Call

আপনার যদি সপ্নদোষের কারনে হয় তাহলে সমস্যা নেই|আর যদি ইচ্ছায় বীর্যপাত ঘটে তাহলে রোজা কাযা হবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Numanreza

Call

অনিচ্চাকৃত ভাবে বের হলে ,রোজা নস্ট হবে না,ার ইচ্চাকৃত হরে রোজা নস্টহবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

না আপনার রোজা হবেনা আপনি কেমন ছবি দেখ ছিলেন মুভি নাকি ফটো দেখছিলেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ইচ্ছাকৃত বীর্যপাত করালে রোযা ভেঙ্গে যাবে৷ এবং কাযা ও কাফফারা উভয় ওয়াজিব হবে। তবে অনিচ্ছাকৃত হলে, রোযা ভাঙ্গবে না৷ তবে, রোযা অবস্থায় সমস্যা হয় এমন কোনো ছবি, ভিডিও থেকে অবশ্যই দূরে থাকতে হবে। মনে রাখা বাঞ্চনীয় যে, রোযা শুধু শারিরীক কষ্ট বা উপোস থাকার নাম রোযা নয়, রোজা হতে হবে আত্মিকও।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

কোন লোক যদি ইচ্ছাকৃতভাবে বীর্যপাত করে তবে তার রোযা ভঙ্গ হয়ে যাবে। কিন্তু অনিচ্ছাকৃতভাবে হলে রোযা ভঙ্গ হবেনা। কেননা এতে তার কোন ইচ্ছা ছিল না। আল্লাহ বলেনঃ ভুলক্রমে তোমরা যা করে ফেল সে সম্পর্কে তোমাদের কোন গুনাহ নেই। কিন্তু তোমাদের অন্তর যার ইচ্ছা করে তার কথা ভিন্ন। (সূরা আহযাবঃ ৫) আল্লাহ তাআলা সর্বোচ্চ হিকমার আলোকে শরীআতে সাওম পালনের বিধান রেখেছেন। তিনি সাওম পালনকারীকে এমন মধ্যম পন্থায় সাওম পালন করতে বলেছেন; যাতে সে সিয়াম পালনের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় আবার এমন কিছুও গ্রহণ না করে যা সিয়ামের বিপরীত। জনাব! স্বপ্নদোষ যেমন রোযা বিনষ্ট করে না। ঠিক তেমন মানুষের অনিচ্ছায় বীর্যপাত হলে রোযা ভঙ্গ হবে না। তবে এ প্রসঙ্গে একটি সতর্কতাঃ বর্তমান যুগে অনেক মানুষ রমাযান মাসে আজেবাজে কার্যলাপ যেমন টিভি দেখিয়ে দিন কাটিয়ে দেয়। এভাবে ছবি দেখা মোটেই উচিত নয় বরং মানুষের উচিৎ হচ্ছে, রোযার সময়টাকে যিকির, কুরআন তেলাওয়াত প্রভৃতি আনুগত্যপূর্ণ ও আল্লাহর নৈকট্যদানকারী কাজে অতিবাহিত করা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনার প্রশ্ন অনুযায়ী যদি  আপনার অনিচ্ছায় বীর্য বের হয়ে থাকে তাহলে রোজা ভাঙবে না। 

 আল্লাহ বলেনঃ ভুলক্রমে তোমরা যা করে ফেল সে সম্পর্কে তোমাদের কোন গুনাহ নেই। কিন্তু তোমাদের অন্তর যার ইচ্ছা করে তার কথা ভিন্ন। (সূরা আহযাবঃ ৫)

আপনি যেভাবে বললেন এভাবে বির্য বের হওয়া কতটা সম্ভব সেটা একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ