AhmedKashem

Call

আপনি প্রথমেই এই ঔষদ টি সেবন না করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষদ সেবন করুন। ইননাআল্লাহ ভাল হবে।  আপনি যে ঔষদ টি সেবন করতে চাইতেছেন তা সেবন করতে পারবেন। আমি মনে করি আপনি প্রথমেই এত পাওয়ারফুল ঔষদ সেবন না করাই ভাল। ধন্যবাদ। ভাল লাগলে আমার টেকনোলজি বিষয়ক ওয়েবসাইট টিঘুরেআসবেন www.DiptoTune.Com      

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি কি পানি বলতে আপনার সর্দি লাগা বোঝাচ্ছেন । যদি তাই হয় তাহলে এন্টিবায়োটিক একা না খেয়ে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে খান । যে দিনে কয়টা খাবেন । এসব ঔষধ খাবার আগে অবশ্যই যথেষ্ট পরিমান ভাত ও পানি খাবেন । তারপর ঔষধ খান ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
RushaIslam

Call

আবহাওয়া পরিবর্তন কিংবা এলার্জিজনিত সমস্যার কারনে আপনার এই সমস্যাটি হতেই পারে। আপাতত কোনো মেডিসিন নেয়ার প্রয়োজন নেই। আপনি প্রতিদিন গরম জলের ভাপ নিন,কাচা রসুন কুচি ভাত দিয়ে খাবেন ২-৩টি, একচামচ মধু খাওয়ার চেষ্টা করুন প্রতিদিন। ইনশাআল্লাহ সমস্যাটি চলে যাবে। প্রয়োজনে চিকিৎসক এর পরামর্শ নিন। কিন্তু সামান্য কিছুতে এন্টিবায়োটিক সেবন না করাই উত্তম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ