আমার স্ত্রীর মাসিক অনিয়মিত, যেমন গত মসে মাসিক হবার কথা ২৪/০৩/১৯ ইং তারিখের মধ্যে, আর সেই মাসিক হয় পরের মাসের ০৪/০৪/১৯ ইং তারিখে, এখন এই ৪ তারিখের মাসিক শেষ হবার পর থেকে আমারা নিয়মিত মেলামেশা করি, আর এখন ১৬/০৫/১৯ ইং। এখনো মাসিক হয়নি,, কিন্তু তার পেটে চিন চিন করে ব্যাথা করে, মাথা ঘুরায় প্রায় ১ সপ্তাহ ধরে, খাবার দাবারে ও অরুচি, এখন কি প্রেগন্যান্ট হবার কোন লক্ষন আছে...? আর মাসিক হবার কোন সম্ভাবনা আছে কি...? , কতো তারিখে প্রেগন্যান্সি টেষ্ট করালে সঠিক তথ্য পাওয়া যাবে...!! বুঝিয়ে উত্তর দিলে খুশি হতাম...!!
শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

আপনার কথা অনুযায়ী ও আপনার স্ত্রীর প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা আছে।  আর ১ সপ্তাহ ধরে খাবারে অরুচি,বমি ভাব এছাড়াও তলপেটে ব্যথা এগুলো প্রেগন্যান্সির লক্ষন হলেও নিশ্চিত ভাবে বলা মুশকিল যে প্রেগন্যান্ট হয়েছে ।উক্ত লক্ষন গুলো মাসিকের পূর্বের লক্ষনের সাথেও মিলে থাকে।

আপনি আগামী ২৫ তারিখে পর অর্থাৎ ২৬ তারিখে সকাল বেলার প্রথম ইউরিন দিয়ে প্রেগন্যান্সি টেস্ট করবেন।  কিভাবে প্রেগন্যান্সি টেস্ট করবেন তা আমার এই উত্তর থেকে দেখে নিবেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ