সরকারি কলেজে চান্সের ক্ষেত্রে কী প্রধান্য দেয়া হয় golden A+ নাকি মোট নম্বর.... কেউ যদি golden A+ পায় কিন্তু নম্বর কম থাকে আবার কেউ যদি নরমাল A+ পেয়ে তার থেকে বেশি নম্বর পায় তাহলে কে চান্স পাবে.... plz জানান Golden গুরুত্বপূর্ণ নাকি gpa 5 আর মোট নম্বর গুরুত্বপূর্ণ.......
Share with your friends

গোল্ডেন A+ হচ্ছে জিপিএ ৫.০০,আবার নরমাল A+ হচ্ছে জিপিএ ৫.০০। অর্থাৎ গোল্ডেন ও নরমাল দুইটাই কিন্তু জিপিএ ৫.০০। এখানে গোল্ডেন ও নরমাল দুইজনের পয়েন্ট সমান। কলেজ ভর্তির নীতিমালা অনুযায়ী পয়েন্ট সমান হলে যার নম্বর বেশি সে অগ্রাধিকার পাবে। নরমাল A+ পাওয়ার পরও যদি মোট নম্বর গোল্ডেন A+ এর চেয়ে বেশি হলে,নরমাল A+ পাওয়া ছাত্র মেধাতালিকায় এগিয়ে থাকবে এবং গোল্ডেন A+ ছাত্র মেধাতালিকায় পিছিয়ে থাকবে।

Talk Doctor Online in Bissoy App