আমার ফ্রেন্ড এর ইমো একাউন্ট আমি নিজে তাঁর ফোন থেকে ডিলিট করে দিয়েছিলাম,,,,,কিন্ত কোন ভাবে কেউ এক জন ওর নাম্বার দিয়ে ইমো আইডি খুলেছে। যে নাম্বার দিয়ে ইমো আইডি খোলা হয়েছে সে নাম্বার টা আমার ফ্রেন্ড এর কাছে আছে সেই নাম্বার এ কোন কোড আসে নাই বা কেউ তাঁর ফোন টা ব্যাবহার করে নাই। 

     তাহলে কি ভাবে ওই নাম্বার টা দিয়ে অন্য জন ইমো আইডি খুলতে পারছে.....!???



বিঃদ্রঃ মাত্র কয়েক মিঃ আগে ওই নাম্বার এ খোলা ইমো আইডি টা আমি ডিলিট করলাম।


কিন্ত এই রকম কিভাবে হচ্ছে....!?? বা এটা কিভাবে সম্ভব হচ্ছে........!!!!???? 


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ইমো আইডি ডিলেটে হয় না৷  ডিজেবল হয়ে থাকে৷  ২য় ফ্রেন্ড অই আইডি এক্টিভ করার সময় কোনো ভাবে ভেরিফিকেশন ম্যাসেজ আপনার ফ্রেন্ড এর ফোন থেকে নিয়ে ম্যাসেজ ডিলিট করে দিছে৷ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ