শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

এই প্রশ্নটা সাধারন জ্ঞানের বিজ্ঞান বিভাগে আছে। উত্তর হবে একই। তার মানে ধীরে ধীরে বা স্পিডে যেভাবেই ঘুরুক, বিদ্যুৎ একই পুড়বে। কিন্তু এই থিউরি বা উত্তর শুধু মাত্র টেবিল ফ্যান বা যে ফ্যানে ৩-৪টি বাটিন থাকে যা দিয়া স্পিড কন্ট্রোল করা হয়। সেই ফ্যানের ক্ষেত্রে প্রযোজ্য। এক্সট্রা ইলেক্ট্রনিক রেগুলেটর ব্যবহার করে স্পিড কন্ট্রল এর ক্ষেত্রে ঐ উত্তর ভূল। এক্ষেত্রে বিদ্যুতও কম পুড়বে। কারন ট্রানজিস্টর দ্বারা ফ্যানের কয়েলে বিদ্যুতের ইনপুট প্রবাহ কমিয়ে প্রদান করা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ