Call

সাপ, ইঁদুর, ব্যাঙ প্রত্যেকে পরিবেশের বাস্তুসংস্থানের অংশ। এদের কারো সংখ্যার হ্রাস বা বৃদ্ধি সম্পূর্ণ খাদ্য শৃঙখলের ওপর প্রভাব ফেলবে।  প্রথমত ব্যাঙ এবং ইঁদুর দ্বিতীয় শ্রেণির খাদক। সাপ তৃতীয় শ্রেণির খাদক।  ব্যাঙ এবং ইঁদুর মারা গেলে স্বাভাবিকভাবে সাপ মারা যাবে বা তৃতীয় শ্রেণির খাদকের সংখ্যা হ্রাস পাবে। কারণ তাদের খাদ্য কমে যাবে। সাপ কমে গেলে তাদের খাদক কমে যাবে এবং এভাবে সমগ্র বাস্তুসংস্থানই ধ্বংস হয়ে যাবে।  অপরদিকে সাপ মারা গেলে যদি ব্যাঙ বা ইঁদুর হ্রাসের কারণে মারা না যায় তাহলে ব্যাঙ বা ইঁদুর অথবা দ্বিতীয় শ্রেণির খাদক বৃদ্ধি পাবে। কারণ তাদের কেউ খাবে না ফলে তাদের সংখ্যা বৃদ্ধি পাবে। তাদের সংখ্যা বৃদ্ধি পেলে প্রথম শ্রেণির খাদ্য কমে যাবে কারণ তাদের খাদক বেড়ে যাবে। প্রথম শ্রেণির খাদক কমে গেলে এক দিকে দ্বিতীয় শ্রেণির খাদক কমে যাবে কারণ তাদের খাদ্য কমে যাবে। আবার উৎপাদক বেড়ে যাবে যার ফলে আবার প্রথম শ্রেণির খাদক বেড়ে যাবে। এভাবে হ্রাস বৃদ্ধি চলতে চলতে বিশৃঙখল হয়ে বাস্তুসংস্থান ধ্বংস হয়ে যাবে।  আবার উভয়ে যদি একসাথে ধ্বংস হয়ে যায় তাহলে খাদ্যের অভাবে এদের খাদক মারা যাবে। এদের খাদ্য বৃদ্ধি পেলে তাদের খাদ্য বেশি খাবে যার ফলে এই দুই স্তরও হ্রাস পাবে, সর্বোপরি বাস্তুসংস্থা ধ্বংস হয়ে যাবে।  সুতরাং দেখা যাচ্ছে যেভাবেই হোক এই দুই স্তরের প্রাণীরা মারা গেলে বাস্তুসংস্থান একভাবে ধ্বংস হয়েই যাবে।  তথ্যগত সহায়তাঃ বিজ্ঞান বই, অষ্টম শ্রেণি (১৪ অধ্যায়)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ