RushaIslam

Call

বৈদ্যুতিক সার্কিটে কারেন্ট এর পরিমান বাড়ানো বা কমানোরর জন্য বা ভোল্টেজ পরিবর্তনের জন্য কতগুলি বৈদ্যুতিক সেলকে একত্রে সংযোগ করা হয়,একেই ব্যাটারি বলে। ডিভাইস বলতে একটি যন্ত্র,কল বা কৌশলের সমষ্টি কে বুঝায়।আর যে যন্ত্রাংশের মাধ্যমে তথ্য উপাত্ত, ছবি, ভিডিও, অডিও ইত্যাদি স্থায়ীভাবে সংরক্ষণ করা যায় তাকে কম্পিউটারের ভাষায় মেমোরি বা স্মৃতি বলে।

Talk Doctor Online in Bissoy App
Rubidium

Call

Battery হলো তড়িৎ কোষ।যেখানে বিদ্যুৎ জমা থাকে।তা থেকে সরবরাহ করা হয়।Device হলো বিশেষ কোন যন্ত্র বা যন্ত্রবিশেষ।আর Memory হলো তথ্য বা উপাত্ত জমা রাখার এক প্রকার যন্ত্র।ব্যাটারি বৈদ্যুতিক চার্জ জমা রাখে।আর মেমোরি তথ্য বা উপাত্ত জমা রাখে।

Talk Doctor Online in Bissoy App