RushaIslam

Call

চিকিৎসক এর পরামর্শ নিয়ে মেডিসিন সেবন করান। কারণ এক্ষেত্রে পরীক্ষা নিরিক্ষা করে তবেই মেডিসিন প্রদান করা হয়।আপনি চিকিৎসক এর পরামর্শ নিয়ে তাকে এমোক্সিসিলিন ৩ গ্রাম সেবন করাতে পারেন।এছাড়া প্রতিদিন রাতে একটি করে টাইমিথোপ্রিম 100mg সেবন করাতে  পারেন,তবে চিকিৎসক এর পরামর্শ ব্যতীত ভুলেও সেবন করাবেন না।

  • আপনি তাকে প্রতিদিন দুইবার আনারসের জুস খাওয়াবেন।
  • সামান্য বেকিং সোডা এক গ্লাস পানিতে ভালো করে মিশিয়ে দিনে একবার করে খেলেই প্রস্রাবের সময় জ্বালা বা ব্যথা ভাব অনেকটাই কমে যাবে আশা করছি।
  • বেশী পরিমাণে আঁশযুক্ত খাবার খাওয়ান।
  • প্রচুর পরিমাণে জল পান করতে বলুন।
  • তরমুজ /জাম্বুরার জুস খেতে বলুন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ