পয়েন্ট আকারে দিলে খুবই ভালো হয়।

5 টির কম পার্থক্য জানলে মন্তব্যে পার্থক্যগুলো জানাবেন।


Share with your friends
RushaIslam

Call

১.Ac হল দ্বিমুখী প্রবাহ আর Dc হল এক মুখি প্রবাহ। ২.AC হচ্ছে বিদ্যুতের দ্বিমুখী প্রবাহ যা আমরা বাড়ী বা ইন্ড্রাস্ট্রিতে পাই এবং সরবরাহ করা হয় পাওয়ার ইউটিলিটি গ্রিড থেকে। DC হচ্ছে বিদ্যুতের একমুখী প্রবাহ যা আমরা পাই ব্যাটারি থেকে। ৩.AC হল পরিবর্তনশীল বিদ্যুৎ প্রবাহ। DC হল অপরিবর্তনশীল বিদ্যুৎ প্রবাহ।। ৪.AC কারেন্ট একটি দিকবর্তী প্রবাহ । যা প্রতি সেকেন্ডে ৫০ থেকে ৬০ বার দিক পরিবর্তন করে থাকে । অপর দিকে DC হচ্ছ অপ্রত্যাবর্তী প্রবাহ । যা সময়ের সাথে দিক পরিবর্তন করে না । ৫.ac এর ক্ষেত্রে  সার্কিটের জন্য ক্যাপাসিট্যান্স, ইন্ডাকট্যান্স এবং রেজিস্ট্যান্সকে উপাদান বা প্যারামিটার হিসেবে ব্যাবহার করা হয়ে থাকে ।ডিসি সার্কিটের ক্ষেত্রে উপাদান বা প্যারামিটার হিসেবে শুধু রোধ বা রেজিস্ট্যান্সকে ব্যাবহার করা হয়ে থাকে ।

Talk Doctor Online in Bissoy App