আমি সবসময় নামাজ আদায় করতাম কিন্তু এখন নামাজ পড়ার আগে থেকেই শরীর কেমন দুর্বল লাগে আলসতা কাজ করে ঘুম আসে আর সেজন্য দেড়ি হয়ে যায় আদায় করতে বিশেষ করে যোহর নামাজের সময় এমন হয়। দয়া করে আমাকে সঠিক সমাধান দিন যাতে নামাজ আদায় করার সময় এমনটা না হয় কি করতে পারি?            
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

যারা নামাজি বেক্তি তাদের কে আল্লাহ অনেক ভাবে পরিক্ষা করেন,, তাই আপনার যত বিপদ আপদ আসুক না কেন নামাজ ছাড়া যাবে না।   হতে পারে এটা আল্লাহ পরিক্ষা,,,, তাই যত কষ্ট হোক না কেন,,, যত দূর্বল লাগোক না কেন নামাজ পরতে হবে।  আল্লাহ আপনাকে সাফা দান করুক।  আমিন।     

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

যারা নামাজ কালাম পড়ে তাদের শয়তান বিরক্ত করে।তাই আপনি সবসময় দোয়া দরুদ পাঠ করুন।আর অনেকসময় আল্লাহ তায়ালা ও পরীক্ষা করে দেখেন।তাই আমি বলব আপনি নামাজ ছাড়বেন না।যত কিছুই হোক না কেন।আর বেশি বেশি দোয়া দরুদ পড়ুন।       

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হোন যে,আপনি অবশ্যই সালাত আদায় করবেন।শয়তানের প্ররোচনায় পা দিবেন না।আপনি ইসলাম সম্পর্কিত বিভিন্ন বইগুলো পড়ুন।এতে ইসলামের প্রতি আপনার আগ্রহ বাড়বে।আপনি নামাজ একদমও ছাড়বেন না।আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন।যখন নামাজ পড়তে ইচ্ছা করবে না তখন আল্লাহকে স্মরণ করুন।তিনি আপনাকে সহায়তা করবেন।

আর যদি বেশি ঘুম আসে তখন ওযু করে নিবেন।

এ ব্যাপারে আপনি একজন ভালো হুজুর থেকে পরামর্শ নিতে পারেন ।আশা করি আপনি নামাজ ছাড়বেন না।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ