Call
নামাজে ভুল হলে আপনি যদি নিয়ত ছেড়ে দিয়ে পূণরায় নতুন করে নামাজ আদায় করলে আপনার পূর্বের নামাজ ভুল হবে কেন!! আপনার যেহেতু ভুলের কারণে নতুন করে নিয়ত করে নামাজ পরেছেন সেহেতু আপনার ঐ নামাজ হয়েছে। আর পরবর্তিতে যদি ভুল তথা কোন ওয়াজিব কাজ ছুটে যায় তাহলে সাহু সেজদা দেবেন। সিজদা সাহু করার সঠিক নিয়ম হচ্ছে - “সালাতে কম বেশি যাই হোক, আত্তাহিয়্যাতু, দরুদ, দুয়া মাসুরা পড়ে তাকবীর দিয়ে পর পর দুটি সিজদাহ দিয়ে সালাম ফিরিয়ে সালাত শেষ করতে হবে।” বুখারী ও মুসলিম, মিশকাত সালাত অধ্যায় সাহো অনুচ্ছেদ, ১১৮ নাম্বার হাদীস। অথবা, “সালাতে কম বেশি যাই হোক, সালামের ফেরানোর আগে বা পরে দুইটি (অতিরিক্ত) সাহু সিজদা দিতে হবে।” সহীহ মুসলিম, নাওয়াতুল আওতার ৩/৪১১। অর্থাৎ দুইটাই জায়েজ, সালামের আগে বা পরে দুইটা অতিরিক্ত সিজদা দেওয়া। সাহু সেজদা কি? কখন দেবেন এবং কিভাবে দেবেন তা জানার জন্য আপনি এই প্রশ্নের উত্তর দুইটি ভালোভাবে পড়ে নিন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ