RushaIslam

Call

মাথাব্যথার সমস্যা অনেক কারণে হতে পারে। মাইগ্রেন, সাইনোসাইটিস,চোখের সমস্যা,এমনকি বংশগত সমস্যাও হতে পারে। আপনি একজন অভিজ্ঞ চিকিৎসক এর পরামর্শ নিন।মাথাব্যথা হলে কপালে মুভ লাগাতে পারেন।প্রচুর পানি পান করুন,আবার হঠাৎ করে অনেক বেশি ব্যথা হলে আপনি আপেলের জুস লবণ দিয়ে খেতে পারেন।এতেও মাথা ব্যথা কমে যাবে।আপনি প্রতিদিন দুইবেলা করে আদা কুচি লবণ দিয়ে মেখে খান।

Talk Doctor Online in Bissoy App