Waruf

Call

প্রশ্নটি ক্লিয়ার হতে পারলাম না। তবে g এর মানের ক্ষেত্রে বলছি মিলিয়ে নিন।  অভিকর্ষজ ত্বরন g এর মান ভূ-পৃষ্ঠে(ভূ-পৃষ্ঠের কাছাকাছি, মাটিতে স্পর্শ করবেনা কিন্তু মাটি থেকে উচুও নয় এমন অবস্থান) সবচেয়ে বেশি। আবার একই ভু- পৃষ্ঠে বিভিন্ন স্থানে যেখানে পৃথিবীর কেন্দ্র থেকে দুরত্ব কম হলে মান বেশি হয়। দুরত্ব বাড়লে মান কম হয়। একারনে মেরু অঞ্চলে জি এর মান বেশি।  এখন আপনার প্রশ্ন অনুযায়ীঃ  উচ্চতম স্থান বলতে যদি মাটি থেকে উপরে আর নিম্নতম স্থান বলতে যদি মাটি(ভূপৃষ্ঠ)  থেকে নিচে(মাটির নিচে) বোঝান তবে উচ্চ স্থানে জি এর মান বেশি হবে। কারন কেন্দ্র থেকে মাটির ভেতর কোন স্থানের ব্যাসার্ধ কম তাই মান কম হবে। 

Talk Doctor Online in Bissoy App