হ্যাঁ,এসএসসিতে উচ্চতর গণিত না থাকলেও এইচএসসিতে উচ্চতর গণিত থাকলেই বুয়েটে অাবেদন করতে পারবেন। কারণ বুয়েট ভর্তি সার্কুলার এইচএসসিতে উচ্চতর গণিত থাকতে হবে এমন কথা উল্লেখ থাকে। কিন্তু এসএসসি'র উচ্চতর গণিতের ব্যাপারে কোন কিছু বলা থাকে না।

Talk Doctor Online in Bissoy App
Asif Anwar

Call

দেখ, এখনকার করোনাকালীন সময়ে এসএসসি পরীক্ষা ও এইচএসসি পরীক্ষায়, উচ্চতর গনিত মেইন সাবজেক্ট থাকা না থাকা বড় বিষয় নয়, যদি এসএসএসি বা এইচএসসি পরীক্ষা হয়, তাহলে তোমাদের পদার্থ, রসায়ন, সাধারন গনিতের ৯০% নাম্বার থাকতে হবে, এবারের সার্কুলারে যেটা বলা ছিল। 

তাই, বরাবরের মতো এটাই হবে। কতৃপক্ষ কোন সাবজেক্ট মেইন না অপশনাল তা দেখবে না বরং, তুমি দুটো পাবলিক পরীক্ষায় কত পার্সেন্ট মার্ক পেয়েছ, তাই দেখবে। সুতরাং, ভালো করে পড়ো, ৯০% মার্ক তোলার চেস্টা করো। 


Talk Doctor Online in Bissoy App