শেয়ার করুন বন্ধুর সাথে

 দেখুন আপনি একটি কমলা হাতে নিয়ে ঘোরান এবার কমলার ওপর একটি টুথপিক বা সুচ দিয়ে ঘোরান দেখুন আগে যখন আপনি কমলাটি ঘুরাচ্ছিলেন তখন শুধু কমলা ঘুরছিল। এখন কমলার সাথে গাথা সুচ বা পিক তার সাথে ঘোরে। এর দারা এটা বোঝাচ্ছি যে পৃথিবী স্পেস এর উপর চাপ দেয় মাত্র কিন্তু এটি স্পেস কে নিয়ে ঘোরে না। যদি ভুপৃষ্ঠে ৫০০০ কিলোমিটারের স্তম্ভ বসানো হয় তো পৃথিবী সেই ৫০০০ কিলোমিটার কে সাথে নিয়ে ঘুরবে। আবার ১০০০০০০ কিলোমিটারের স্তম্ভ বসালেও একই অবস্থা। অর্থাৎ ভু তলের সাথে মেশানো যেকোনো দুরত্বই পৃথিবীর ঘূর্ণয়নের সীমা।    

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ