শেয়ার করুন বন্ধুর সাথে


আপনি প্রশ্ন করেছেন,পৃথিবীর যে ব্যাসার্ধ যদি R হয় তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে R/2 উচ্চতায় মাধ্যকর্ষণ ত্বরণ g এর মান কত হবে... 

আমরা জানি g=(GM)/(R^2)

এখানে, R মানে উচ্চতা,

আর কোন বস্তুর উপর মাধ্যকর্ষণ ত্বরণ g নির্ণয় করতে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব ধরতে হয় তার মানে সুত্রঃ


g=(GM)/(R+R/2)^2


এখানে সবকিছুর মান বসিয়ে দিয়েই উত্তর চলে আসবে...। 

আর একটা কথা,পৃথিবীর পৃষ্ঠে g এর মান সর্বোচ্চ এর থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে গেলেও g এর মান কমতে থাকবে আবার পৃথিবী ছেড়ে উপরের দিকে যেতে থাকলেও g এর মান কমতে থাকবে... 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
MdAbuSaeed

Call

h উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ,


gh=g{R/(R+h)}²

    =g{R/(R+R/২)}² [h=R/২]

    =g{R/(৩R/২)}²

    =g{২R/৩R}²

    = g× (৪/৯)

    = ৯.৮×৪/৯

   =৪.৩৫

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ