আমার এক বন্ধুর বয়স ২০বছর কিন্তু দেখে মনে হয় ৪২বছর এর বুরো মানুষ এর মতো তার শরীরেরর চামড়া বৃদ্ধ মানুষ এর মতো তাকে ছোট থেকেই এমন দেখে আসছি, এটা কি রোগ,, আর এর সমাধান কি?
শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

আপনি তাকে বলুন এলোভেরার জেল, শসার রস এবং সামান্য গোলাপজল একত্রে করে ব্যবহার করতে। এটি প্রতিদিন ব্যবহার করতে বলুন। খুব ভাল ফল পাবেন এতে। তাকে ভাল মানের ফেসওয়াশ ব্যবহার করতে বলুন। রোদে গেলে সানস্ক্রিন লোশন ব্যবহার করতে বলুন।এছাড়া তাকে বলুন একটি ডিমের সাদা অংশ,একচামচ লেবুর রস এবং সামান্য বেসন একত্রে করে সপ্তাহে তিনদিন ব্যবহার করতে। ধীরে ধীরে চামড়া টানটান হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Ronu

Call

ত্বক মসৃণ ও কোমল করতে নিচের পদ্ধতি অবলম্বন করতে বলুন 

  • আধা কাপ সোডার সঙ্গে পরিমাণমতো পানি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এই মিশ্রণ ত্বকে মেখে হালকা হাতে মালিশ করতে হবে। পাঁচ থেকে ছয় মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। মুখ মুছে শুকিয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। 
  • রাত্র ঘুমানোর পূর্বে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। নিয়মিত ব্যবহারে আশা করি ভালো ফলাফল পাবেন।  
পাশাপশই নিচের কিছু কাজ করুন
  • পুষ্টিকর খাবার গ্রহণ করুন। 
  • তাজা শাকসবজি ও ফলমূল গ্রহণ করুন। 
  • দৈহিক বিশ্রাম নিনও দৈনিক ৭-৮ ঘন্টা ঘুমান।
  • সবসময় চিন্তামুখ থাকুন। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ